এসআই সন্তোষের স্ত্রীকে বিয়ের প্রতিশ্রুতির মুচলেকা দিয়ে জামিন পেলেন মাহাদি হাসান

জুলাইয়ের আলোচিত এক বক্তব্যকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া জুলাই বিপ্লবী মাহাদি হাসান অবশেষে জামিন পেয়েছেন। আজ (সকালে) এসআই সন্তোষের স্ত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা জমা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

গতকালের সংবাদ অনুযায়ী, মাহাদি হাসান এক বক্তব্যে দাবি করেন যে ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালে এসআই বিপ্লব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন—তার অভিযোগে বলা হয়, ওই সময় তিনি নির্বিচারে ৯ জন মানুষকে হত্যা করেছেন এবং ৫ আগস্ট গণধোলাইয়ের ঘটনায় নিহত হয়েছেন। এসব কথা প্রকাশ্যে বলার পরই পুলিশ মাহাদি হাসানকে গ্রেফতার করে।

আজ সকালে আদালতে মুচলেকা দেওয়ার সময় মাহাদি হাসান স্বীকারোক্তিমূলকভাবে জানান, তিনি এসআই বিপ্লবের বিধবা স্ত্রীকে বিয়ে করবেন। আদালত তার মুচলেকা গ্রহণ করে জামিন মঞ্জুর করলে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে; সংশ্লিষ্ট অভিযোগগুলো তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে সংশ্লিষ্ট 

Post a Comment

0 Comments