আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। জোটগত সমঝোতার অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরকে একটি গুরুত্বপূর্ণ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় এসব তথ্য জানান নুরুল হক নুর। সভায় বিএনপি ও গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী বক্তব্যে নুরুল হক নুর বলেন, “এই জোট কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ধানের দাম আর কখনো কমবে না। কোনো কৃষক না খেয়ে মারা যাবে না—এই নিশ্চয়তা আমরা দিতে চাই।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের কৃষকরা উৎপাদনের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের ভুল নীতির কারণে কৃষকের ঘরে ফসল থাকলেও মুখে হাসি নেই। “ধান উৎপাদনকারী কৃষক যদি ন্যায্য দাম না পায়, তাহলে রাষ্ট্র টেকসই হতে পারে না,” বলেন তিনি।
