আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজধানীতে ‘নির্বাচন কমিশন ঘেরাও’ কর্মসূচি পালন করেছে একটি রাজনৈতিক ও ছাত্রসংগঠনসমর্থিত জোট। এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত সাবেক ভিপি প্রার্থী আবিদ।
নির্বাচন কমিশন ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, পাশাপাশি কয়েকটি বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আবিদ বলেন, “নির্বাচন কমিশন যদি সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না।” তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে এবং নির্বাচন ব্যবস্থায় সংস্কার না হলে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব নয়।
