জামায়াতের নির্বাচনী প্রচারণায় ডাকলে অবশ্যই যাবেন, এমন ঘোষণা দিলেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,
ডাকলে যাবো,ইনশাআল্লাহ। শিল্পী তো সবার, আমি কারও শত্রু না!”
এর আগেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেখা গিয়েছেন তাকে,
দিয়েছেন একাধিক স্লোগান, চেয়েছেন ভোট।
বিশ্লেষকদের মতে যে কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করতে পারে, তাদের মতে
“অপু বিশ্বাস এখন জাতীয় সম্পদ। যে দল ডাকবে, সবার জন্যই ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন, এটাও এক ধরনের গণতন্ত্র!”
শাকিব খানের সাথে বিচ্ছেদের পর তেমন কাজ করতে দেখা যায় নি এই অভিনেত্রীকে।
বিভিন্ন প্রোগ্রাম করেই চালিয়েছেন সংসার,
বড় করেছেন নিজের সন্তান কে।

0 Comments