About C16 Archive
C16 Archive কোনো সাধারণ নিউজ পেজ বা কনটেন্ট প্ল্যাটফর্ম নয়। এটি একটি স্বাধীন, আপোষহীন এবং দায়িত্বশীল ফ্যাক্ট-চেকিং ও অনুসন্ধানী সংবাদ বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম। আমাদের ফেসবুক পেজ C16 Archive-এর দীর্ঘদিনের কাজেরই একটি প্রাতিষ্ঠানিক ও বিস্তৃত রূপ হলো এই ওয়েবসাইট।
আমরা কোনো কর্পোরেট গোষ্ঠী, রাজনৈতিক দল বা বিশেষ সুবিধাভোগী মহলের নিয়ন্ত্রিত নই। আমাদের পেছনে রয়েছে একদল মজলুম সাংবাদিক—যারা শুধুমাত্র সত্য বলার অপরাধে বারবার নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, হুমকি পেয়েছেন এবং পেশাগতভাবে কোণঠাসা হয়েছেন। তবুও আমরা মাথা নত করিনি। কারণ আমরা বিশ্বাস করি, সত্যের একটা দাম আছে, আর সেই দামের প্রতিনিধিত্ব করে C16 Archive।
আমাদের প্রতিটি কথার ও প্রতিটি প্রকাশনার পেছনে দায়িত্ব আছে। আমরা যাচাই ছাড়া কিছু প্রকাশ করি না। আবেগ, দলীয় পক্ষপাত বা জনপ্রিয়তার লোভে পড়ে সত্যকে বিক্রি করি না। ডিজিটাল দুনিয়ায় যখন গুজব, ভুয়া স্ক্রিনশট, মনগড়া তথ্য আর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে—ঠিক তখনই C16 Archive শক্ত অবস্থান নেয় গুজবাদের বিরুদ্ধে।
ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে যারা পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়ায়, মানুষকে বিভ্রান্ত করে এবং সমাজে বিভাজন সৃষ্টি করে—তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। আমরা বিশ্বাস করি, গুজব শুধু মিথ্যা নয়, এটি একটি সামাজিক অপরাধ। আর সেই অপরাধের বিপরীতে দাঁড়ানোই আমাদের সাংবাদিকতার দায়িত্ব।
আমাদের লক্ষ্য শুধু খবর দেওয়া নয়, সঠিক তথ্য অনুসন্ধান করে সত্য তুলে আনা। রাজনীতি, খেলাধুলা, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সামাজিক ইস্যু কিংবা ভাইরাল হওয়া যে কোনো ঘটনার পেছনের বাস্তব সত্য অনুসন্ধান করে আমরা পাঠকের সামনে হাজির করি প্রমাণভিত্তিক তথ্য, তথ্যসূত্র ও যুক্তিনির্ভর বিশ্লেষণ।
C16 Archive বিশ্বাস করে—সাংবাদিকতা মানে ক্ষমতার পাশে দাঁড়ানো নয়, সাংবাদিকতা মানে প্রশ্ন করা। সাংবাদিকতা মানে নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা। ডিজিটাল যুগে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করা এবং নির্ভয়ে সত্য প্রকাশ করা—এই নীতিতেই আমরা অবিচল।
আমরা জানি এই পথ সহজ নয়। তবুও শত চাপ, ভয়ভীতি আর বাধার মাঝেও আমরা বিশ্বাস রাখি—শেষ পর্যন্ত সত্যই টিকে থাকে। আর সেই সত্যের পক্ষেই C16 Archive আজও আছে, ভবিষ্যতেও থাকবে।
0 Comments