বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখে কারাগারে ৩ মাসের অন্তঃসত্ত্বা সাবেক আ.লীগ এমপি মমতাজ

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম একসময় সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত নাম হলেও পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। একাধিক মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর সাম্প্রতিক সময়ে একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র অনুযায়ী, সংশ্লিষ্ট মামলায় আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে—কারাগারে থাকা অবস্থায় মমতাজ বেগম নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপ্নে দেখেছেন এবং তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হলে আমাদের অনুসন্ধানী সাংবাদিক দল সরাসরি কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

কারা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, এ ধরনের কোনো তথ্য বা ঘটনা তাদের নথিতে নেই। তারা বলেন, মমতাজ বেগমের শারীরিক অবস্থা বা ব্যক্তিগত বিষয়ে এমন কোনো রিপোর্ট, চিকিৎসা নথি বা আনুষ্ঠানিক তথ্য কারাগার প্রশাসনের কাছে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে উল্লেখ করে কর্তৃপক্ষ সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায়।

কারা প্রশাসন আরও জানায়, যাচাই ছাড়া এ ধরনের ব্যক্তিগত ও সংবেদনশীল দাবি প্রচার করা দায়িত্বজ্ঞানহীনতা এবং এতে বিভ্রান্তি ছড়ায়।

Post a Comment

0 Comments