ইলিশ মাছের নামে পুঁটি মাছ ভরে ভারতে রপ্তানির অভিযোগ উঠেছে চাঁদপুরের কয়েকজন অসাধু মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। সম্প্রতি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীসংলগ্ন একটি হিমাগার থেকে জব্দ করা কয়েকটি মাছের প্যাকেট খুলে এই অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জব্দকৃত প্যাকেটগুলোর গায়ে ‘পদ্মা-মেঘনার ইলিশ’ লেখা থাকলেও ভেতরে পাওয়া গেছে ছোট আকারের পুঁটি ও চাপিলা মাছ। এসব প্যাকেট ভারতগামী একটি রপ্তানি চালানের অংশ ছিল।
এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুব আলম বলেন,
“প্রাথমিক তদন্তে প্রতারণার প্রমাণ মিলেছে। ইলিশের উচ্চমূল্যের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”
অভিযোগের তালিকায় চাঁদপুর শহরের মাছঘাট এলাকার ব্যবসায়ী আবদুল করিম, মোস্তাফিজ ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন এবং মতলবের রফিক ফিশ এক্সপোর্ট–এর নাম উঠে এসেছে। তবে অভিযুক্তরা সবাই অভিযোগ অস্বীকার করে এটিকে “শত্রুতামূলক ষড়যন্ত্র” বলে দাবি করেছেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানান,
“বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় জেলেরা বলছেন, এমন প্রতারণার কারণে প্রকৃত ইলিশ ব্যবসায়ী ও জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বর্তমানে জব্দকৃত মাছের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং রপ্তানি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

0 Comments