বরিশালে মটর চুরির ঘটনায় এলাকায় সমালোচনার মুখে পড়েছেন ছাত্রদলের নেতা। অভিযোগ রয়েছে, চুরি করা মোটরের অর্থ থেকেই তিনি স্থানীয় একটি মসজিদে অনুদান দেন এবং একই সঙ্গে বিএনপির জন্য দোয়া চান। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।
সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাড়ী থেকে মটর চুরির ঘটনা ঘটে। পরে অনুসন্ধানে উঠে আসে, ওই মটর বিক্রি করে পাওয়া টাকার একটি অংশ মসজিদের দানবাক্সে দেওয়া হয়েছে। শুক্রবার নামাজের আগে ছাত্রদলের ওই নেতা নিজে উপস্থিত থেকে দান করেন এবং ইমামকে অনুরোধ করেন—দেশ, দল ও বিএনপির নেতাদের জন্য বিশেষ দোয়া করার জন্য।
মসজিদে উপস্থিত মুসল্লিদের অনেকেই তখন বিষয়টি বুঝতে না পারলেও পরে চুরির অভিযোগ ছড়িয়ে পড়লে পরিস্থিতি বিব্রতকর হয়ে ওঠে। কেউ কেউ প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বলেন, “হারাম টাকার দান দিয়ে দল বা রাজনীতির জন্য দোয়া চাওয়া ধর্মীয় অনুভূতির সঙ্গে প্রতারণা।”

0 Comments