বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলে পাকিস্তান'কে সাপোর্ট করবো : শফিকুর রহমান


 ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬

আসন্ন টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে পাকিস্তান দলকে সমর্থন করার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন,

“বাংলাদেশ যদি ভারতের মাটিতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করে, সে ক্ষেত্রে একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমি এবারের বিশ্বকাপে পাকিস্তান দলকে সমর্থন করবো। ক্রিকেট খেলাধুলার বিষয় হলেও এর সঙ্গে দেশের সম্মান ও নিরাপত্তার প্রশ্ন জড়িত।”

Post a Comment

0 Comments