অসুস্থ ওবায়দুল কাদের'কে ভিডিও কলে চুমু দিলেন জামায়াতে আমির, বললেন সেরে যাবে


 

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নীরবতা নেমে এসেছে। ভিআইপি ইউনিটের দরজায় সতর্ক পাহারা। সেখানে শুয়ে আছেন অভিজ্ঞ রাজনীতিক ওবায়দুল কাদের—চিকিৎসকরা বলছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে বড় কোনো শঙ্কা নেই।

এই খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত আলোড়ন। সবাই যখন বিবৃতি আর খোঁজখবরের ভিড়ে ব্যস্ত, ঠিক তখন ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা—জামায়াতের আমির শফিকুর রহমান সরাসরি ভিডিও কলে যুক্ত হলেন কাদেরের সঙ্গে।

কয়েক সেকেন্ডের নীরবতার পর, হাসি মুখে শফিকুর রহমান বললেন—

“ভাই, ভয় পাবেন না। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে।”

তারপর মজার ছলে ফোনের স্ক্রিনের দিকে ঝুঁকে ঠোঁটে একটা চুমুর ভঙ্গি করলেন—যেন অসুস্থ বন্ধুকে সাহস দিচ্ছেন। পাশে থাকা চিকিৎসকরাও অবাক হয়ে হাসলেন। কাদেরও একটু হেসে ফেললেন, বললেন—

ধন্যবাদ, আমরা তোমাকেই ভোট দিবো। 

Post a Comment

0 Comments