এনসিপিতে পুনরায় যোগ দিবো কি'না তা নির্ভর করছে জনগণের উপর - তাসনিম জারা


 নির্বাচন ঘিরে সর্বত্র যখন উৎসবমুখর পরিবেশ, ঠিক তখনই আলোচনায় উঠে এলেন তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভরসা নিয়ে মাঠে নামলেও শেষ মুহূর্তে মনোনয়ন বাতিল হয়ে যায় তাঁর। আপিলের পরও ভাগ্য সহায় হয়নি — নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকে।

এনসিপিতে যোগ দিবেন কি'না তা জানতে চাইলে তাসনিম জারা বলেন:

“আমি এনসিপিতে ফিরব কি না সেটাই আসলে আমি একা ঠিক করতে চাই না।

সিদ্ধান্তটা জনগণের। তারা যদি মনে করে আমি দলে থেকে তাদের জন্য বেশি কাজ করতে পারব, তখনই ভাবব।”

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসার প্রধান লক্ষ্য ছিল দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে মানুষের সরাসরি সমস্যাগুলো শোনা। কিন্তু মনোনয়ন বাতিল হওয়ার ঘটনায় তাঁর কর্মীরা হতাশ হলেও তিনি তাদের সান্ত্বনা দিয়েছেন।

তাসনিম জারা আরও বলেন,

“রাজনীতি আসনে বসার প্রতিযোগিতা নয় — মানুষের আস্থা অর্জনের পথ। আপিল নাকচ হওয়াটা আইনগত প্রক্রিয়ার অংশ। আমি এটাকে ব্যর্থতা হিসেবে দেখি না; বরং শেখার সুযোগ হিসেবে দেখি।”


Post a Comment

0 Comments