আটলান্টিক মহাসাগরে একটি তেলবাহী জাহাজকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিশ্বের দুই প্রধান সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মার্কিন বাহিনী কর্তৃক ধাওয়া করা একটি তেলবাহী ট্যাঙ্কারকে সুরক্ষা দিতে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে মস্কো।
বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ি, গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর তেল অবরোধ বা ব্লকেড আরোপের নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের দাবি, 'বেলা-১' নামের একটি জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করছিল।
গত মাসে ক্যারিবীয় সাগরে মার্কিন কোস্টগার্ড জাহাজটিতে ওঠার চেষ্টা করলে এটি নাটকীয়ভাবে গতিপথ পরিবর্তন করে। পরবর্তীতে জাহাজটি তার নাম বদলে 'মারিনেরা' রাখে এবং গায়ানার পতাকার বদলে রুশ পতাকা ব্যবহার শুরু করে।

0 Comments