ঝাড়খন্ডে উপজাতি রীতিতে বেওয়ারিশ কুকুরের সঙ্গে ১৮ বছরের তরুণীর বিয়ে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে এক অদ্ভুত ও আলোচিত ঘটনার জন্ম দিয়েছে উপজাতি সম্প্রদায়ের একটি বিয়ে। সেখানে ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে একটি বেওয়ারিশ কুকুরের বিয়ে সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের দাবি, এই বিয়ে আয়োজন করা হয়েছে উপজাতি রীতির অংশ হিসেবে এবং এলাকার অশুভ শক্তি তাড়ানোর উদ্দেশ্যে।
স্থানীয় সূত্র জানায়, এক ধর্মীয় গুরুর পরামর্শেই তরুণীর পরিবার এ বিয়ের সিদ্ধান্ত নেয়। ওই গুরু পরিবারকে সতর্ক করে বলেন, মেয়েটির যদি কোনো মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়, তাহলে তা পরিবার ও সমাজের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এই বিশ্বাস থেকেই বিকল্প হিসেবে কুকুরের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়।
বিয়েতে সাধারণ বিবাহ অনুষ্ঠানের প্রায় সব আনুষ্ঠানিকতাই পালন করা হয়। কনে সাজানো হয় প্রচলিত রীতিতে, আয়োজন করা হয় পূজা ও অন্যান্য ধর্মীয় আচার। ‘সেরু’ নামের ওই কুকুরটিকে একটি গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন কনের বাবা। উপস্থিত স্থানীয়রা ফুল ও উল্লাসের মাধ্যমে কুকুরটিকে স্বাগত জানায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ একে কুসংস্কারের চরম উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে আদিবাসী সংস্কৃতি ও বিশ্বাসের অংশ বলে দাবি করছেন।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Post a Comment