আইসিসি জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায়, তাহলে তাদের জন্য ভেনু দেওয়া হবে ইন্ডিয়াতেই। বিষয়টি প্রকাশ্যে আসে বিসিবির সভাপতির এক সংবাদ সম্মেলনে। বক্তব্য শোনার পর প্রথমে তিনি নিজেও নাকি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ভেবে দেখেন—আসলে ইন্ডিয়া আর ভারত তো আলাদা কিছু নয়।
এরপরই পরিষ্কার হয়ে যায় আসল বার্তা। বাংলাদেশকে ঘুরিয়ে–পেঁচিয়ে ভারতেই খেলতে বাধ্য করা হচ্ছে। শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব কার্যত বাতিল। আইসিসির যুক্তি যতই কূটনৈতিক হোক, বাস্তবতা একটাই—ভেন্যু থাকবে ভারতের মাটিতেই।

0 Comments