জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তাঁর দ্বিতীয় দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন।
গত বছরের জুলাই মাস থেকেই তিনি ও তাঁর স্ত্রী আলাদা বসবাস করছেন। যদিও বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তাহসান, সম্প্রতি আমাদের সঙ্গে একান্ত আলাপে দাম্পত্য টানাপোড়েনের বিষয়টি স্বীকার করেছেন।
তাহসান খান বলেন, “জীবনে কিছু সিদ্ধান্ত খুব ব্যক্তিগত। সবকিছু প্রকাশ্যে বলা যায় না। তবে এটা সত্য, আমরা দুজনই গত বছরের মাঝামাঝি সময় থেকে আলাদা রয়েছি।” তিনি আরও জানান, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গায় দূরত্ব তৈরি হয়েছে।
এক পর্যায়ে তিনি অর্থ ও সম্পর্কের বাস্তবতা নিয়ে মন্তব্য করে বলেন, “অর্থ থাকলে গর্তের অভাব হয় না—এই কথাটা আমরা প্রায়ই শুনি। কিন্তু বাস্তবতা হলো, সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু সামর্থ্য নয়, মানসিক স্থিরতা ও সম্মান প্রয়োজন।” তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই নানা আলোচনা সৃষ্টি করেছে।

0 Comments