চাঁদপুর শহরের একটি ফার্মেসিতে ঢুকে কনডম চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম রায়হান (২২)। তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার একটি ওষুধের দোকানে ক্রেতা সেজে প্রবেশ করেন রায়হান। দোকানের কর্মচারীরা ব্যস্ত থাকার সুযোগে কাউন্টার থেকে কয়েক প্যাকেট কনডম গোপনে নিজের পকেটে রাখেন তিনি। বিষয়টি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে কর্মচারীদের সন্দেহ হয়। পরে তাকে আটকে তল্লাশি চালিয়ে চুরিকৃত পণ্য উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই ফার্মেসির মালিক চাঁদপুর সদর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments