পলাতক আওয়ামী লীগ নেতার জমি দখল করে মুলা চাষে স্বাবলম্বী কৃষক দল নেতা

 নিজস্ব প্রতিবেদক | মানিকগঞ্জ

তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পলাতক এক আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত জমি দখল করে সেখানে মুলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক দল নেতা—এমন অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।



অভিযোগ অনুযায়ী, উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের মিয়া (৪৮), পিতা: মৃত নুরুল ইসলাম, ঠিকানা: গ্রাম—বালিয়াপাড়া, ডাকঘর—দৌলতপুর, উপজেলা—দৌলতপুর, জেলা—মানিকগঞ্জ; দীর্ঘদিন ধরে পলাতক থাকা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান–এর মালিকানাধীন প্রায় ১২ বিঘা জমিতে মুলা চাষ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান একাধিক মামলার পর গত বছরের মাঝামাঝি সময় থেকে আত্মগোপনে রয়েছেন। ওই সময় থেকেই তার জমিগুলো কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। সেই সুযোগে আবদুল কাদের মিয়া জমিটি দখলে নিয়ে সেখানে বাণিজ্যিকভাবে মুলা চাষ শুরু করেন। বর্তমানে ওই জমির উৎপাদিত মুলা স্থানীয় বাজারে সরবরাহ করে তিনি উল্লেখযোগ্য আর্থিক লাভ করছেন বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা জমিতে চাষ হওয়ায় এলাকার কৃষি উৎপাদন বেড়েছে। আবার অনেকে এটিকে স্পষ্ট জমি দখলের ঘটনা হিসেবে দেখছেন এবং আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল কাদের মিয়া বলেন,

“জমিটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল। আমি কারও ক্ষতি করার উদ্দেশ্যে চাষ করিনি। এলাকাবাসীর অনুরোধেই চাষ শুরু করেছি।”

অন্যদিকে, মোস্তাফিজুর রহমানের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান,

“জমিটি আমাদের বৈধ সম্পত্তি। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,

“এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি স্থানীয় রাজনীতি ও ভূমি ব্যবস্থাপনায় নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।

Post a Comment

0 Comments